রাবিতে সাত দিনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি স্থগিত

রাবিতে সাত দিনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি স্থগিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার ও পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানিয়ে টানা চতুর্থ দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনার পর কম্পিলিট শাটডাউন সাত দিনের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টায় অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, " ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত নিম্নরূপ-

গত ২৩ সেপ্টেম্বর বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে অদ্য ২৪ তারিখ বেলা ১টা থেকে চলমান 'শাটডাউন' কর্মসচি স্থগিত ঘোষণা করা হলো।

আগামী ০৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সকলকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ