ঢাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ নেতা-কর্মী আটক

ঢাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ নেতা-কর্মী আটক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিকভাবে মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

এতে ২৪৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ডিএমপি।

এর আগে, মঙ্গলবার রাতে মিছিলের প্রস্তুতিকালে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ