আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসে ডাকসুর আয়োজনে "মূকাভিনয় প্রদর্শনী" ও "কবিতা আবৃত্তি"

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশেষ সাংস্কৃতিক আয়োজন করেছে। দিনব্যাপী এ আয়োজনে “মূকাভিনয় প্রদর্শনী” ও “কবিতা আবৃত্তি”র মধ্য দিয়ে ইশারা ভাষার গুরুত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ও মো. শাহিনুর রহমান।
ডাকসুর ভিপি সাদিক কায়েম তাঁর বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক স্বপ্নের ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর আমাদের ওপর কলকাতার সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল এবং দেশীয় সংস্কৃতিকে প্রান্তিক করে রাখা হয়েছিল। আমরা কালচারাল ফ্যাসিবাদের মূলোৎপাটন করে বাংলাদেশি সংস্কৃতির বিকাশে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মঈনুল করীম। মূকাভিনয় পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশনের সাবেক সভাপতি আবু সাদাত মো. সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাহিদ রিয়াদ। তাঁদের শিল্পিত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ‘আবৃত্তি বিশ্বজ্ঞানালয়’-এর উপাচার্য মৃন্ময় মিজান, আল আমিন, কবি বুরহান মাহমুদ, হেনা পারভীন, রিনা পারভীন, সালমান খানসহ আরও অনেকে। কবিতা ও আবৃত্তির আবহে বৈচিত্র্যময় এক সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়।
ডাকসুর নেতৃবৃন্দ জানান, আন্তর্জাতিক ইশারা ভাষা দিবসের এ আয়োজন ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে আয়োজন করা হবে। তাঁরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সংস্কৃতির প্রতি সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।