ডাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য জায়ান্ট স্ক্রিনে এশিয়া কাপের প্রদর্শনী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও একাত্মতার প্রকাশ বরাবরই অনন্য। সেই আবেগকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এশিয়া কাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এবার একসাথে উপভোগ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে স্থাপন করা হয়েছে জায়ান্ট স্ক্রিন।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ২৪ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে এই মাঠে। এর পাশাপাশি ধারাবাহিকভাবে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ফাইনালও একই স্থানে দেখানো হবে। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটিকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল করতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে।
এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা দল বেঁধে আসবেন খেলাগুলো উপভোগ করতে। আয়োজকরা আশা করছেন, চিয়ার, করতালি ও স্লোগানে পরিবেশ হবে উৎসবমুখর, যা শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও মিলনমেলায় রূপ নেবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার চাপের বাইরে আনন্দঘন মুহূর্ত উপহার দেবে বলেও অভিমত জানানো হয়েছে। ডাকসুর নেতৃবৃন্দ জানিয়েছেন, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে ঘিরে শিক্ষার্থীদের একত্রিত করা কেবল বিনোদনই নয়, বরং পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিরও একটি সুযোগ।
শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ আয়োজনে ক্রিকেটপ্রেমীরা বন্ধু-বান্ধব মিলে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। এতে শুধু খেলা দেখা নয়, বরং আনন্দ, উচ্ছ্বাস ও একাত্মতার এক স্মরণীয় অভিজ্ঞতায় ভরে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।