টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন দাস!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সুযোগ পেল ভারত। ম্যাচের শুরুতেই বড় চমক আসে বাংলাদেশ শিবিরে। দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে আজকের ম্যাচে মাঠে নামতে পারেননি। ফলে অধিনায়কত্বের দায়িত্ব পান জাকের আলী।
টসের সময় জাকের জানান, অনুশীলনের সময় লিটন চোট পান, তবে খুব শিগগিরই তাকে দলে ফিরে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, দল সাম্প্রতিক সময়ে ভালো খেলছে এবং আজকের ম্যাচেও নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিতে চায়। বিশেষ করে ভারতের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে রেখে স্বল্প রানে থামানোর পরিকল্পনাই তাদের মূল লক্ষ্য।
টসে জয়ী হয়ে জাকের আলী বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ব্যাটিং শক্তিকে বিবেচনায় রেখে ভারতকে সীমিত রানে আটকে রাখা অত্যন্ত জরুরি। এ ম্যাচে বাংলাদেশ চারটি পরিবর্তন এনেছে।
ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা প্রতিক্রিয়া। এক শ্রীলঙ্কান সমর্থক মজার ছলে মন্তব্য করেন, “প্রিয় বাংলাদেশ, আমরা আপনাদের সুপার ফোরে রেখেছি, এবার আমাদেরও সাহায্য করুন।”
অন্যদিকে এক ভারতীয় সমর্থক মন্তব্য করেন, “এই ভারতীয় দলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো প্রতিদ্বন্দ্বী নেই।” সবকিছু মিলিয়ে ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।