লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল
ডিজনির ১৮৩ কোটি টাকা অনুদানের বড় ঘোষণা!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: তারকাদের ঘরবাড়ি ধ্বংস, শুটিং বাতিল, পুরস্কার অনুষ্ঠান পিছিয়েছে!
লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলে ঘরবাড়ি হারিয়েছেন অনেক তারকা। এরই মধ্যে শুটিং বাতিল এবং পুরস্কার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস, যিনি ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন। এবার আরও বড় অঙ্কের অনুদান নিয়ে এগিয়ে এলো বিশ্ববিখ্যাত স্টুডিও ডিজনি।
গত শুক্রবার ডিজনি ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮৩ কোটি টাকা) অনুদানের ঘোষণা দিয়েছে। এই অর্থ লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংক এবং অন্যান্য সহায়তা সংস্থায় দেওয়া হবে। ডিজনির পক্ষ থেকে বলা হয়েছে, "দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী এই দুর্ঘটনার প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করবে।"
এদিকে, আরেকটি বড় প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, "দাবানলের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রইল। আমরা বিশ্বাস করি, সবাই মিলে একসঙ্গে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।"
লস অ্যাঞ্জেলেসের এই দাবানল শুধু স্থানীয় বাসিন্দাদেরই নয়, হলিউডের তারকা থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলোকেও নাড়া দিয়েছে। সবাই একযোগে এগিয়ে আসছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে।