আজ পাকিস্তান ম্যাচেও লিটনের খেলা অনিশ্চিত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের বিপক্ষে হারের ক্ষত এখনো তাজা, তারই মধ্যে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামছে বাংলাদেশ। মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে মাঠে নামতে হওয়ায় দল নিয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অধিনায়ক লিটন দাসকে নিয়ে। মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান তিনি। সেই চোটের কারণে বুধবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারেননি, পুরো সময় ড্রেসিংরুমে কাটাতে হয়েছে তাকে। এ অবস্থায় দায়িত্ব নিতে হয় জাকের আলীকে, যিনি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন।
আজ রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে ওঠার সমীকরণ একেবারেই সোজা, জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। তাই ম্যাচটি দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লিটনকে পাওয়া যাবে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে জাকের আলী জানান, লিটন এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে তার ফিটনেস নিয়ে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমও আশাবাদী সুরে মন্তব্য করেছেন। তিনি জানান, লিটনের শারীরিক সমস্যাটি পর্যবেক্ষণে রয়েছে এবং শেষ মুহূর্তে ইতিবাচক খবর পাওয়া যেতে পারে। দলের ভেতরে তাই আশা জাগছে, মহারণে হয়তো পাওয়া যাবে অধিনায়ককে। তবে তিনি না খেলতে পারলে আবারও নেতৃত্বের দায়িত্ব পড়বে জাকের আলীর কাঁধে।
সব মিলিয়ে বাংলাদেশ দলের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন লিটনের সর্বশেষ অবস্থার খবরে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তিনি মাঠে নামতে পারলে সেটি হবে দলের জন্য বড় প্রেরণা। বিপরীতে তাকে না পাওয়া গেলে বাঁচা-মরার এই লড়াইয়ে বড় ধাক্কা সামলাতে হবে টাইগারদের।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।