ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়িয়ে জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়িয়ে জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আব্বাস ও তার ঘনিষ্ঠ সহযোগীদের নিউইয়র্ক সফরে নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। তবুও সাধারণ পরিষদ বিপুল ভোটে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ভার্চুয়ালি বক্তব্য রাখার অনুমোদন দিয়েছে। ৮৯ বছর বয়সী আব্বাসের এই ভাষণ ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সম্মেলনের কয়েক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে পশ্চিমা বিশ্বের বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে দেবেন না। তার কট্টর ডানপন্থি মন্ত্রিসভার কয়েকজন সদস্য পশ্চিম তীর দখলেরও হুমকি দিয়েছে। এতে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনের পরিবর্তে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, পশ্চিম তীর দখল নিয়ে তার ও প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান একই। ফ্রান্স ২৪ এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে।

এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছে। কনকর্ডিয়া সম্মেলনে তিনি দাবি করেন, এই পরিকল্পনা ইসরাইলের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর উদ্বেগও প্রশমিত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে কোনো ধরনের ইতিবাচক সাফল্য ঘোষণা সম্ভব হতে পারে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুততম সময়ে এই সংঘাতের অবসান চান। আন্তর্জাতিক মহল এখন অপেক্ষা করছে আব্বাসের ভার্চুয়াল ভাষণ কীভাবে চলমান সংকটকে নতুন দিকনির্দেশনা দেয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ