রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশে রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে জনসাধারণ এ সেবা ব্যবহার করতে পারবেন। এর ফলে দেশের প্রতিটি রেলওয়ে থানায় আগের মতো সরাসরি উপস্থিত না হয়েও ঘরে বসেই জিডি করার সুযোগ মিলবে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে। আগে থেকেই দেশের অন্যান্য থানায় অনলাইন জিডি সেবা চালু ছিল। এবার রেলওয়ে থানাগুলোও একই সেবার আওতায় আসায় সাধারণ মানুষ আরও সহজে তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
জানা গেছে, বর্তমানে দেশের ছয়টি জেলার ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে। সেবা গ্রহণ করতে হলে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) নামের অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পুনরায় আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। এর মাধ্যমে যাত্রী ও সাধারণ মানুষ হারানো জিনিসপত্র, সন্দেহজনক কার্যকলাপ বা অন্য কোনো অভিযোগ দ্রুত ও সহজে জমা দিতে পারবেন।
এছাড়া রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি প্রক্রিয়ায় কোনো অসুবিধা হলে সহায়তার জন্য ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এই হটলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে বলে রেলওয়ে পুলিশ নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণের পাশাপাশি সময় ও খরচ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় ভ্রমণকারীরা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ সহজে জানাতে পারবেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।