ফারহান-রউফের উদযাপন নিয়ে আইসিসিতে ভারতের অভিযোগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের মাঠের আচরণ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গত রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচকে ঘিরে, যেখানে ভারতের বিপক্ষে ফিফটি করার পর ফারহান ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করেন। অন্যদিকে রউফ বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় যুদ্ধবিমান ভূপাতিত ও ৬-০ এর ভঙ্গি দেখিয়ে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত দেন। এই দুই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ভারতের ভক্ত ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিসিসিআই কর্তৃপক্ষ বুধবার (২৪ সেপ্টেম্বর) আইসিসিকে ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়। আইসিসি অভিযোগটি গ্রহণ করেছে এবং জানিয়েছে, যদি ফারহান ও রউফ লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন তবে বিষয়টি শুনানির পর্যায়ে গড়াতে পারে। সে ক্ষেত্রে তাদের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির হতে হবে। এর আগে ম্যাচে দায়িত্বে থাকা রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট।
বিসিসিআই অভিযোগে উল্লেখ করে, ফারহান ও রউফের উদযাপনের ধরন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কূটনৈতিক ও রাজনৈতিক প্রতীকী বার্তা বহন করছে, যা খেলাধুলার স্পিরিটের পরিপন্থী।
অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে।
পিসিবির দাবি, সূর্যকুমার ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে জয়কে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের পরিবারের প্রতি উৎসর্গ করেন, যা রাজনৈতিক বক্তব্য হিসেবে সীমান্ত উত্তেজনা উসকে দেয়।
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেন, “এই জয়টি আমি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের উৎসর্গ করতে চাই।” পিসিবি একে স্পষ্ট রাজনৈতিক মন্তব্য হিসেবে চিহ্নিত করেছে।
দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগে ক্রিকেট কূটনীতির নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।