দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টাকে পাকিস্তানে আমন্ত্রণ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধান উপদেষ্টা ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উভয়পক্ষ পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির পথ সুগম করার ব্যাপারে মত প্রকাশ করে।
বৈঠকের শুরুতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য প্রাকৃতিক কারণ এই বন্যার জন্য মূলত দায়ী। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।
এর আগে, চলতি বছরের আগস্টে বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছিল। সে সময় উভয় দেশ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও বোঝাপড়ার ভিত্তিতে সহযোগিতা গভীর করার ওপর গুরুত্ব আরোপ করে। সর্বশেষ বৈঠকটিও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দুই দেশের মধ্যে নতুন করে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছে।
প্রধান উপদেষ্টা ইউনূস এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক কূটনীতিকে আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।