চুলের যত্নে শিউলি ফুলের গুণ: রুক্ষতা দূর করে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনুন

চুলের যত্নে শিউলি ফুলের গুণ: রুক্ষতা দূর করে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনুন
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চুলের যত্নে জবা ফুলের উপকারিতা অনেকেরই জানা। তবে শিউলি ফুলও যে চুলের জন্য এক অসাধারণ প্রাকৃতিক উপাদান, তা হয়তো অনেকেই জানেন না। শিউলি ফুলের নির্যাসে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট চুলের রুক্ষতা দূর করে, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে এই ফুল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারে।

চুলের জন্য শিউলি ফুলের উপকারিতা

জার্নাল অব ফার্মাকোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রিতে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, শিউলি ফুলে রয়েছে ফেনোলিকস ও ফ্ল্যাভোনয়েড অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদানগুলো মাথার ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা দূর করে এবং চুলের গোড়ায় মেলানিন উৎপাদনকে উদ্দীপিত করে। এর ফলে অকালে চুল পাকার সমস্যা কমে এবং চুলের ঘনত্ব বাড়ে।

এছাড়াও, শিউলি ফুলে থাকা গ্লাইকোসাইড ও অ্যালকালয়েডের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ রয়েছে, যা খুশকি, মাথার ত্বকের ব্রণ এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। এর ব্যবহারে চুল হয়ে ওঠে কোমল, মসৃণ ও জেল্লাদার।

কীভাবে ব্যবহার করবেন শিউলি ফুল?

১. ফুল বেটে ব্যবহার:
টাটকা শিউলি ফুল ভালো করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চুলে ও মাথার ত্বকে মালিশ করে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর হালকা ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে চুল নরম ও খুশকিমুক্ত হবে।

২. পানিতে ভিজিয়ে:
৭-৮টি শিউলি ফুল পরিষ্কার পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো ফল পাওয়া যায়। এই পানি ছেঁকে নিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে রুক্ষ চুলের সমস্যা দূর হবে।

৩. বীজ বাটা:
শিউলি ফুল ও এর বীজ বেটে নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চুলে মাখিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুলের ঘনত্ব বাড়বে এবং মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।

৪. শিউলি ফুলের তেল:
বাজারে শিউলি ফুলের এসেনশিয়াল অয়েল পাওয়া যায়। এই তেলের তিন ফোঁটা জোজোবা অয়েলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। এটি মাথার ত্বকের ব্রণ, র্যাশ ও চুলকানির সমস্যা দূর করতে সাহায্য করে।

শিউলি ফুলের প্রাকৃতিক গুণ চুলের যত্নে এক অনন্য সমাধান। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ফিরে পেতে সময় লাগবে না। তাই চুলের যত্নে আজই শুরু করুন শিউলি ফুলের ব্যবহার।


সম্পর্কিত নিউজ