নেইমারকে বিশ্বকাপ দলে ফেরাতে কিংবদন্তি তারকা রোনাল্ডো নাজারিওর আহ্বান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফরোয়ার্ড নেইমারকে আসন্ন বিশ্বকাপে দলে ফেরানোর আহ্বান জানিয়েছেন দেশটির কিংবদন্তি তারকা রোনাল্ডো নাজারিও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির প্রতি এ অনুরোধ জানান তিনি।
ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন নেইমার।
তবে ২০২৩ সালের অক্টোবর থেকে হাঁটুর গুরুতর ইনজুরির কারণে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। সৌদি আরবের আল হিলালের হয়ে খেলার সময় ওই ইনজুরিতে পড়েন নেইমার। এরপর প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর তিনি শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে নিয়মিত খেলছেন।
যদিও আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও কোনোবারই দলে জায়গা হয়নি তার।
রোনাল্ডো মনে করেন, নেইমার এখনো ব্রাজিল দলের অপরিহার্য খেলোয়াড়। সাও পাওলোতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “ব্রাজিলিয়ান দলের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলে নেইমারের মতো দ্বিতীয় কোনো খেলোয়াড় নেই। আগামী বছর বিশ্বকাপে তাকে পাওয়া যাবে, এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।” দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা ব্রাজিলের হয়ে ৮৮ ম্যাচে ৬২ গোল করেছিলেন।
গত কয়েক বছর ধরে ইনজুরির কারণে নেইমার নিয়মিত পারফর্ম করতে পারেননি। ২০১৯ সালের কোপা আমেরিকা জয়ী দলে তিনি ছিলেন না। ২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে মাত্র কয়েকটি ম্যাচ খেলতে পেরেছিলেন।
উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। এর পর থেকে জাতীয় দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়লেও এবার রোনাল্ডোর প্রকাশ্য আহ্বান নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।