জবিতে ছাত্রদলের মেডিকেল ক্যাম্পে ফ্রি সেবা নিলো শিক্ষার্থীরা

- Author, প্রান্ত বসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
- Role, জাগরণ নিউজ বাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে সেবা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঠারোশো শিক্ষার্থী।
গত মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এ সেবা চালু থাকে।
সরেজমিনে দেখা যায়, কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রথমদিন সাড়ে চারশত শিক্ষার্থীকে সেবা ঔষধ সরবরাহ করা হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। দ্বিতীয় দিন স্কিন কেয়ারের জন্য পাঁচ শতাধিক ও শেষ দিন আট শতাধিক শিক্ষার্থীকেসহ মোট আঠারোশো শিক্ষার্থীকে সেবা প্রদান করেছেন।
তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে গাইনী বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা: উম্মে হানি পৃথ্বী ও ডা : ফাইরুজ ফানান্না, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: মোরশেদুল ইসলাম সজীব ও ডা: তানজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: আব্দুল বারী মামুন, ডা: কামরুল হাসান মুন্না ও ডা: সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: সাব্বির শরিফ শাকিল।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। গতকাল বুধবার স্কিন, আজ মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয় এর পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ গ্রহণ করব। আমাদের কাজ এখানেই শেষ হবেনা, ভবিষ্যতেও চলমান থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।