সাভারে গ্যাস লিকেজে বিস্ফোরণ শিশু ও নারীসহ ১১ জন দগ্ধ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাভারের আশুলিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে ঘটে যাওয়া বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
দগ্ধদের তালিকায় রয়েছেন মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) এবং মাত্র তিন মাস বয়সী মোছা. সুরাহা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বাড়ির দোতালায় সুমন মিয়া তার দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। ওই দিন রাতে তার ভাই সোহেল পরিবারসহ সেখানে বেড়াতে আসেন। এ উপলক্ষে বাড়িতে পিঠা বানানোর আয়োজন করা হয়। পিঠা তৈরির সময় হঠাৎ জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দ্রুত আগুনে রূপ নেয়। এতে শিশু ও নারীসহ ১১ জন আগুনে পুড়ে গুরুতর আহত হন।
দগ্ধ ব্যক্তি সোহেল জানান, প্রথমে স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, "আশুলিয়া থেকে নারী ও শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের দগ্ধের পরিমাণ বেশি থাকায় অবস্থা আশঙ্কাজনক।"
এ ঘটনায় স্থানীয়রা গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।