কাশিগঞ্জে সন্ন্যাসী বেশধারী হালিম উদ্দিনের চুল কেটে দিলো “হিউম্যান সার্ভিস বাংলাদেশ” সংগঠন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কাশিগঞ্জ বাজারে সন্ন্যাসী বেশধারী হালিম উদ্দিন আকন্দের জটা চুল ও দাঁড়ি জোরপূর্বক কেটে দেয় ঢাকার সংগঠন “হিউম্যান সার্ভিস বাংলাদেশ”। ভাইরাল ভিডিওতে দেখা এই ঘটনা ময়মনসিংহে মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক স্থানীয়ভাবে পরিচিত এক বয়স্ক ব্যক্তি হালিম উদ্দিন আকন্দকে জোরপূর্বক বসিয়ে তার লম্বা চুল ও দাঁড়ি কেটে দিচ্ছেন। এ সময় অসহায় হালিম উদ্দিন আকন্দ হতাশ কণ্ঠে বলেন— “আল্লাহ তুই দেহিস”।
গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, ৬০ বছরের বেশি বয়সী হালিম উদ্দিন আকন্দ প্রায় ৩৪ বছর ধরে চুল-দাড়ি লম্বা রেখে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি সন্ন্যাসীর বেশে ঘোরাফেরা করতেন এবং ঝাড়ফুঁক, তাবিজ-কবজ ও ভেষজ চিকিৎসা দিতেন। ঘটনার দিন কয়েকজন লোক রোগীর কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন এবং পরে কাশিগঞ্জ বাজারে নিয়ে গিয়ে জোর করে তার চুল-দাড়ি কেটে দেন।
ভিডিওতে দেখা যায়, ঢাকার মোহাম্মদপুর থেকে আসা “হিউম্যান সার্ভিস বাংলাদেশ” নামের একটি সংগঠনের কয়েকজন সদস্য এই কাজটি করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি সোহরাব হোসেন আশরাফি দাবি করেছেন, এটি মানবিক কাজের অংশ হিসেবেই তারা করেছেন। তবে স্থানীয়দের ভাষ্যমতে এবং ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, চুল-দাড়ি কাটার সময় হালিম উদ্দিনকে জোর করে আটকে রাখা হয়েছিল।
এ ঘটনায় হালিম উদ্দিন আকন্দ এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের জটা চুল কেটে দেওয়ায় তার অস্বস্তি তৈরি হয়েছে, ফলে তিনি বাজারে যাওয়া বা স্বাভাবিক চলাফেরা কমিয়ে দিয়েছেন।
অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক বিবৃতিতে বলেছে, কারও অনুমতি ছাড়া তার চুল-দাড়ি কেটে দেওয়া সংবিধান প্রদত্ত ব্যক্তিস্বাধীনতা ও মর্যাদার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডকে তারা অবমাননাকর ও অমানবিক বলে আখ্যায়িত করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।