১৩ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন

১৩ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী ফরিদা পারভীন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশের খ্যাতিমান সংগীতশিল্পী ফরিদা পারভীন তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাকে আইসিইউতে রাখা হয়েছিল, পরে উন্নতি দেখা দিলে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৩ দিনের চিকিৎসা শেষে অবশেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত শুক্রবার শিল্পীর চিকিৎসক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ফরিদা পারভীন বাড়ি ফিরলেও তাকে এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও সম্পূর্ণ সুস্থ হতে কিছু সময় লাগবে।

ফরিদা পারভীনের ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা এবং বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. আশীষ কুমার বলেন, "শুরুতে তার শারীরিক অবস্থা কিছুটা শঙ্কাজনক ছিল। তবে চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং সঠিক চিকিৎসায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তাকে আমরা একটি গাইডলাইন দিয়েছি, যা তিনি কঠোরভাবে মেনে চলবেন। অন্যথায় আবারও শারীরিক জটিলতা দেখা দিতে পারে।"

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে অসামান্য অবদানের জন্য একুশে পদক লাভ করেন। এছাড়াও ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বর্তমানে তিনি লালন সংগীতজ্ঞ হিসেবে বিশেষভাবে পরিচিত।

তার সুস্থতা নিয়ে শুভকামনা জানিয়েছেন দেশের সংগীতপ্রেমী ও শুভানুধ্যায়ীরা।


সম্পর্কিত নিউজ