ডাকসুর উদ্যোগে প্রতিটি হলে গড়ে উঠবে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’

ডাকসুর উদ্যোগে প্রতিটি হলে গড়ে উঠবে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়ক এ ল্যাবগুলো ‘আইটি ও ক্যারিয়ার সেন্টার’ নামে পরিচিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে থেকেও প্রযুক্তিগত জ্ঞানচর্চা, ডেটা অ্যানালাইসিস, থিসিস প্রস্তুতি ও অনলাইনভিত্তিক একাডেমিক কাজ সম্পন্ন করতে পারবে। ফলে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করা সম্ভব হবে।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জানান, আধুনিক শিক্ষা ও গবেষণার অপরিহার্য অনুষঙ্গ হলো কম্পিউটার। তাই শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণের অংশ হিসেবেই প্রতিটি হলে আইটি ও ক্যারিয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রতিটি হলে শুধুমাত্র একটি রুম বরাদ্দ দিলেই বাকি সব কাজ সম্পন্ন করা হবে।

ইতিমধ্যে শেখ মুজিব হল ও রোকেয়া হলের প্রোভোস্ট বরাবর রুম বরাদ্দের জন্য লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। শিগগিরই অন্য সকল হলে একইভাবে আবেদন করা হবে। অনুমোদন সাপেক্ষে রুম পাওয়া গেলে দ্রুততম সময়ে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডাকসুর এ উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের জন্য এক কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক আধুনিকায়ন প্রক্রিয়ায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ