জাতিসংঘে ড. ইউনূসের ৪২ মিনিটের ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতাসহ যা বলেছেন
ফিলিস্তিনের স্বাধীনতা, জাতীয় নির্বাচন ও সংস্কার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৮০তম অধিবেশনে ৪২ মিনিটের ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষণে তিনি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি চরম জাতীয়তাবাদ, ক্ষতিকর ভূরাজনীতি ও অন্যের দুর্ভোগের প্রতি উদাসীনতার কারণে বিশ্ব অগ্রগতির ধ্বংসপ্রক্রিয়া নিয়ে সতর্ক করেন।
ড. ইউনূস গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সেখানে শিশুদের ভুগতে হচ্ছে, বেসামরিক জনগোষ্ঠী হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ সম্পূর্ণ জনপদ নিশ্চিহ্ন করা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে একমত হয়ে তিনি বলেন, নির্বিচার গণহত্যা ঘটছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তিনি ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাসকে উদাহরণ হিসেবে উল্লেখ করে জানান, এই অবস্থা চলতে থাকলে তা ক্ষমা করা হবে না।
ভাষণে তিনি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতিও তুলে ধরেন। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দেশের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছে এবং বৈষম্যমুক্ত, ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা শুরু হয়েছে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য ১১টি স্বাধীন সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এর মাধ্যমে ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে টেকসই সামাজিক অঙ্গীকার নিশ্চিত করা হয়েছে।
ড. ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশীয় পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার, শ্রম অধিকার সংস্কার ও তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে বিনিয়োগের কথাও তুলে ধরেন। ভাষণ শেষে তিনি বিশ্ব শান্তি, রোহিঙ্গা সংকট ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।