হজে বিমান ভাড়াসহ কমছে খরচ, সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে এই প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ কার্যকর থাকলেও আগামী বছর তা বৃদ্ধি পেয়ে তিনটিতে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান ভাড়া কিছুটা কমায় এবার হজের মোট খরচও আগের তুলনায় কম হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায়ও একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। এজেন্সিগুলোকে সেই প্যাকেজের নিচে কোনো অফার ঘোষণা করতে দেওয়া হবে না। নির্বাহী কমিটির সভাপতি হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা, আর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা থাকবেন সদস্য হিসেবে। এ সভায় অনুমোদনের পরই হজ প্যাকেজ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
চলতি বছরের হজে বিমান ভাড়া ছিল এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। বহু আলোচনার পরও সেটি চূড়ান্ত করতে দীর্ঘ সময় লেগেছিল। আগামী বছরের জন্য ভাড়া নির্ধারণে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া এক হাজার ডলার (প্রায় এক লাখ ২২ হাজার টাকা) নির্ধারণের প্রস্তাব দিলেও বিমান মন্ত্রণালয় পূর্বের ভাড়া বহাল রাখার অনুরোধ জানায়। তবে আলোচনার পর প্রাথমিকভাবে এক হাজার ১০০ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার ২০০ টাকা) নির্ধারণে অনড় থাকে ধর্ম মন্ত্রণালয়। অপরদিকে বিমান মন্ত্রণালয় এক হাজার ২০০ ডলারের প্রস্তাব দেয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের হজের বিমান ভাড়া এক লাখ ৫৫ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে। এতে চলতি বছরের তুলনায় আট থেকে দশ হাজার টাকা কম খরচ হবে বলে আশা করা হচ্ছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বিমান ভাড়ার ওপর শুল্ক ও ফি কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার যাত্রীদের স্বার্থে ভাড়া কমানোর সর্বাত্মক চেষ্টা করছে।
চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে খরচ হয়েছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এর মাধ্যমে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ নির্ধারণ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
আগামী বছরের নতুন তিন প্যাকেজের মধ্যে একটি হবে হারাম শরীফের একেবারে কাছাকাছি ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধাসহ। এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।
আরেকটি প্যাকেজ থাকবে দুই কিলোমিটারের মধ্যে, যা এবারের প্যাকেজ-১ এর উন্নত সংস্করণ হিসেবে কিছুটা কম খরচে পাওয়া যাবে।
তৃতীয় প্যাকেজ হবে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ, যা হবে সবচেয়ে সাশ্রয়ী। এই প্যাকেজে আনুমানিক সাড়ে চার লাখ টাকায় হজ পালন সম্ভব হবে।
বেসরকারি ব্যবস্থাপনায়ও এজেন্সিগুলোর জন্য নির্ধারিত একটি প্যাকেজ থাকবে, যার খরচ চলতি বছরের তুলনায় কিছুটা কম হবে বলে আশা করা হচ্ছে। তবে খাবার খরচ ও কোরবানি খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে নাকি বাইরে থাকবে সে বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।
ইতোমধ্যে প্রাথমিক নিবন্ধন শুরু হলেও প্যাকেজ ঘোষণা না হওয়ায় নিবন্ধনের গতি কম বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার সকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯৫৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক হাজার ১৩৫ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানিয়েছেন, প্যাকেজ ঘোষণা দেরি হওয়ায় নিবন্ধনে গতি কম। তবে প্যাকেজ ঘোষণার পর তা বাড়বে বলে আশাবাদী তারা। তিনি আরও বলেন, হজযাত্রীদের স্বার্থে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে বলে তারা প্রত্যাশা করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।