বিসিবির নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করলেন আব্দুর রাজ্জাক

বিসিবির নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করলেন আব্দুর রাজ্জাক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে দায়িত্ব পালন করা রাজ্জাক এবার বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ক্যাটাগরি–১ থেকে লড়বেন তিনি। হঠাৎ এ পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন সদ্য নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া হাসিবুল হাসান শান্ত। তার মতে, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ঠিক আগে এ সিদ্ধান্ত দল গঠনের প্রক্রিয়ায় চাপ ফেলতে পারে।

আগামী ২ অক্টোবর শুরু হবে বাংলাদেশ–আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ৫ অক্টোবর।

এরপর ৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর। মরুভূমির মাটিতেই আয়োজন হবে পুরো সিরিজের ম্যাচগুলো। এশিয়া কাপ শেষে এমন গুরুত্বপূর্ণ সিরিজের আগে নির্বাচকের আসন শূন্য হওয়ায় ক্রিকেট মহলে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে শোনা যাচ্ছে, চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে দলে রাখা নাও হতে পারে। পাঁজরের ইনজুরির কারণে নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে। ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের মনোনয়ন ফর্ম ইতিমধ্যে সংগ্রহ করেছেন অনেকে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ থেকে ফর্ম তুলেছেন। তার প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যার হয়ে মনোনয়ন নিয়েছেন মিনহাজ উদ্দিন খান।

এছাড়া নাজমুল আবেদীন ফাহিম, আসিফ রাব্বানী, রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং দেবব্রত পালসহ আরও কয়েকজন প্রার্থী হয়েছেন।

চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা ফিরে পেয়েছেন ইফতেখার রহমান মিঠু। তৃতীয় বিভাগের ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নাম উঠেছে তার। দুদকের অনুসন্ধান–সংশ্লিষ্ট বিতর্কে আগে যেসব ক্লাব বাদ পড়েছিল, ভাইকিংস ছিল তাদের মধ্যে। তবে শেষ পর্যন্ত ফের কাউন্সিলরশিপ নিশ্চিত করলেন তিনি।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ