দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দীর্ঘদিন ঊর্ধ্বগতির ধারায় এবার নিম্নমুখী চলনে স্বর্ণের দাম। ভরিতে কমেছে ১৮৯০ টাকা। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের আজকের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় হবে বলে বাজুস জানিয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি প্রতি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্দেশনামতে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। এক্ষেত্রে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।