থমথমে খাগড়াছড়িতে আজকেও ১৪৪ ধারা বহাল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর টানা দুই দিনের অবরোধ, ভাঙচুর ও সহিংসতার প্রেক্ষাপটে জেলায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রেখেছে জেলা প্রশাসন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এ ধারা বহাল ছিল।
শনিবার দিনভর সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে মহাজনপাড়া ও সদর উপজেলা পরিষদ এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন আহত হন। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, আহতদের মধ্যে ২১ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে দুজন এখনো সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে দোকানপাট বন্ধ রয়েছে, পাশাপাশি শহরে সাধারণ মানুষের চলাচলেও সীমাবদ্ধতা দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, শনিবার দুপুরে ইউএনও কার্যালয় সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। নতুন করে যাতে সহিংসতা না ঘটে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।
এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটক শনিবার রাতে সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে পৌঁছান। পরে মধ্যরাতের আগেই তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সার্বিক পরিবেশ এখনো থমথমে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।