ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের দেশ সান মারিনো

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউরোপের দেশ সান মারিনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে আরও একটি ইউরোপীয় দেশের সমর্থন যুক্ত হলো।
জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে লুকা বেক্কারি বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে ফিলিস্তিন একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার এবং এই অধিকারকে সমুন্নত রাখতেই সান মারিনো এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে চলতি বছরের ২০ মার্চ লাতিন আমেরিকার দেশ মেক্সিকো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সাম্প্রতিক সময়ে ইউরোপসহ বিশ্বে ফিলিস্তিন প্রশ্নে নতুন করে সমর্থনের ধারা দেখা যাচ্ছে।
সম্প্রতি ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে জাতিসংঘের এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি জানায় বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এ তালিকায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা ও মোনাকোর নাম উল্লেখযোগ্য।
ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এই ধারা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত ও ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রেক্ষাপটে এমন পদক্ষেপকে অনেকে শান্তি প্রতিষ্ঠার নতুন অগ্রগতি হিসেবে দেখছেন।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের ক্রমবর্ধমান সমর্থন ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতি সংগ্রামকে আরও শক্তিশালী করবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।