ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য দেয়ায় কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোর ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আয়োজিত ফিলিস্তিনপন্থি এক সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট পেত্রো বিতর্কিত বক্তব্য দেন।
সমাবেশে তিনি বলেন, মানবতার স্বার্থে যুক্তরাষ্ট্রের সেনাদের উচিত ট্রাম্পের নির্দেশ অমান্য করা। একই সঙ্গে তিনি দাবি করেন, ফিলিস্তিনকে মুক্ত করতে বৈশ্বিক সেনাশক্তিকে মার্কিন সেনাশক্তির চেয়ে বড় হতে হবে। পেত্রোর অভিযোগ, গাজায় চলমান গণহত্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি জড়িত। তার প্রত্যক্ষ ইশারায় মিত্র দেশ ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
পেত্রোর ওই বক্তব্যের ভিডিও প্রকাশিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিলের ঘোষণা দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট পেত্রো যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করতে উসকানি দিয়েছেন এবং সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন। এ ধরনের বেপরোয়া ও উসকানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে ওয়াশিংটন।
তবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট পেত্রো নিউইয়র্ক থেকে কলম্বিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। ভিসা বাতিলের প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিয়ম ভঙ্গ করেছে। তার ভাষায়, ফিলিস্তিন কর্তৃপক্ষকে প্রবেশের অনুমতি না দেওয়া এবং তাকে ভিসা থেকে বঞ্চিত করার ঘটনাই প্রমাণ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মানছে না।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।