ভারতীয়দের ঠেকাতে যুক্তরাষ্ট্রে ‘টয়লেট আটকে দাও’ অভিযান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে শুরু হয়েছে ‘টয়লেট আটকে দাও’ অভিযান। ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার ঘোষণার পর অনলাইন ফোরাম 4Chan বিমানের টিকিট ব্লক করে ভারতীয়দের যুক্তরাষ্ট্রগামী যাত্রায় বাধা দিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এক অদ্ভুত অভিযান ‘টয়লেট আটকে দাও’। মূলত ভারতীয়দের ‘এইচ-১বি’ ভিসায় আমেরিকায় ফেরত যাওয়া ঠেকাতে ডানপন্থী অনলাইন সংগঠনগুলো এ উদ্যোগ নেয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য আবেদন ফি হবে এক লাখ ডলার। এ ঘোষণার পর ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ দীর্ঘদিন ধরেই ভারতীয়রা এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।
এই পরিস্থিতিতে ‘ক্লগ দ্য টয়লেট’ অভিযানের নামে ইচ্ছাকৃতভাবে অনলাইন বিমানের বুকিং সিস্টেমে চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিযানের মূল পরিকল্পনা এসেছে 4Chan নামের অনলাইন ফোরাম থেকে। সেখানে অংশগ্রহণকারীরা ভারতীয়দের যুক্তরাষ্ট্রগামী টিকিট কেনা আটকাতে ভুয়া বুকিং কৌশল ব্যবহার করছেন। তারা আসন সংরক্ষণ করছেন, কিন্তু মূল্য পরিশোধ করছেন না। এর ফলে ওই আসনগুলো সাময়িকভাবে ব্লক হয়ে থাকছে এবং প্রকৃত ক্রেতারা টিকিট পাচ্ছেন না। এতে টিকিটের দামও দ্রুত বেড়ে যাচ্ছে।
ফোরামে একটি ছবি পোস্ট করে বিস্তারিতভাবে জানানো হয়, কীভাবে ভারতীয়দের টিকিট কেনা বাধাগ্রস্ত করা যায়। নির্দেশনায় বলা হয়, ভারত থেকে যুক্তরাষ্ট্রগামী যেকোনো ফ্লাইটের আসন অনলাইনে রিজার্ভ করতে হবে এবং পেমেন্ট না করলেও সংস্থা ১৫ মিনিট সেই আসন সংরক্ষিত রাখবে। সেই সময়ের মধ্যে আসনটি খোলা না রেখে বারবার একই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন ফোরাম ব্যবহারকারী দাবি করেছেন যে, তিনি একাই প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রগামী ভারতীয় যাত্রীদের জন্য নতুন সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা ফি-সংক্রান্ত জটিলতার পাশাপাশি এ ধরনের কৃত্রিম প্রতিবন্ধকতা ভারতীয় পেশাজীবীদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।