ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পেশোয়ার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচিতে হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন।
সমাবেশে অংশ নেন কারাবন্দি পিটিআই নেতা ইমরান খানের বোন আলেমা খানও। বিক্ষোভকারীরা কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
উল্লেখ্য, সাবেক এই ক্রিকেট তারকা ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সাথে তার সম্পর্কের অবনতির খবর সামনে আসতে থাকে।
এরপর ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। পরে ২০২৩ সালে দুর্নীতির (ঘুষ) একটি মামলায় তাকে আটক করা হয় এবং তাকে কারাদণ্ড দেওয়া হয়।
বর্তমানে তিনি কারাবন্দি অবস্থায় রয়েছেন। পিটিআইয়ের দাবি, ইমরানের বিরুদ্ধে যে দেড় শতাধিক মামলা দায়ের করা হয়েছে তা সব ই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
পিটিআই কর্মী-সমর্থকরা এই ভিত্তিহীন মামলাগুলোর বিপরীতে ইমরান খানের মুক্তির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।