৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৫ প্রকাশ করেছে পিএসসি। মোট উত্তীর্ণ হয়েছেন ১০,৬৪৪ প্রার্থী। এবারের পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৭৪ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। ক্যাডার শূন্যপদ ৩,৪৮৭ এবং নন-ক্যাডার ২০১।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেন উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী। ফলাফল ঘোষণার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরা এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। পাশাপাশি নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। অর্থাৎ, এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা সংশ্লিষ্ট ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের সুযোগ পাবেন।
পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।