একাত্তরের ভুল স্বীকারে দ্বিধা তবে নতুন গঠনতন্ত্রে কল্যাণ রাষ্ট্রের প্রতিশ্রুতি জামায়াতের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জামায়াতে ইসলামী একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা নিয়ে দ্বিধায় থাকলেও নতুন গঠনতন্ত্রে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। শরিয়াহ শাসনের বদলে ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করছে দলটি। নারী নেতৃত্ব, অমুসলিম অন্তর্ভুক্তি ও উদারীকরণের উদ্যোগে আলোচনায় ‘জামায়াত ২.০’।
একাত্তরের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান নিয়ে ক্ষমা প্রার্থনায় দ্বিধাগ্রস্ত হলেও দলীয় লক্ষ্য পরিবর্তনে নতুন রূপ দিচ্ছে জামায়াতে ইসলামী। শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে সরে এসে দলটি এখন ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের কথা বলছে। গঠনতন্ত্র সংশোধন করে ‘ইসলামী সমাজ’ গঠনের পরিবর্তে ‘ইনসাফভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করেছে সংগঠনটি।
দলীয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধের বিরোধিতা নিয়ে জামায়াতের ভেতরে ভিন্নমত রয়েছে। অনেক নেতা মনে করেন, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেও রাজনৈতিকভাবে লাভ হবে না। আবার একাংশের দাবি, অতীতে ক্ষমা চাওয়ার উদ্যোগ ইতিবাচক প্রতিক্রিয়া আনেনি। তবে সাম্প্রতিক সময়ে দলীয় আমির ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
উদারীকরণের অংশ হিসেবে নারীদের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে জামায়াত। নারী নেতারা কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং আন্তর্জাতিক পরিসরে দলের অবস্থান তুলে ধরছেন। পাশাপাশি অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির দিকেও নজর দিয়েছে দলটি। ছাত্রশিবিরও বিশ্ববিদ্যালয় পর্যায়ে হিজাববিহীন নারী ও অমুসলিম প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিয়েছে এবং সাফল্যও পেয়েছে।
জামায়াতের নেতারা জানান, ক্ষমতায় যেতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দুর্নীতি, অবিচার, দুঃশাসন নির্মূলে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে দলটি। নতুন লোগোতে কিতাব ও কলম সংযোজন করে নিজেদের পরিবর্তনের বার্তা দিয়েছে তারা।
তবে ভারতের বিষয়ে অবস্থান অপরিবর্তিত রেখেছে জামায়াত। নেতাদের মতে, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সুসম্পর্ক চায় তারা, কিন্তু বিজেপি শাসিত ভারতের সঙ্গে সেই সম্পর্ক স্থাপনকে কঠিন মনে করছে দলটি। আন্তর্জাতিক মহলে সক্রিয় হলেও ভারতীয় কূটনীতিকদের সঙ্গে জামায়াতের সরাসরি কোনো সংলাপ হয়নি।
বিশ্লেষক মহলের মতে, জামায়াত নিজেদের ‘জামায়াত ২.০’ হিসেবে উপস্থাপন করতে চাইছে। তবে একাত্তরের দায় স্বীকারে দ্বিধা ও ভারতের বিষয়ে কঠোর অবস্থান তাদের রাজনৈতিক যাত্রায় বড় বাধা হয়ে থাকছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।