পারমাণবিক ইস্যুতে ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা

পারমাণবিক ইস্যুতে ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে ইরানের ওপর পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শনিবার (গ্রিনিচ মান সময় রাত ১২টা থেকে) কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবগুলোর আওতায় পুনর্বহাল করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ার চেষ্টা চললেও শেষ পর্যন্ত ইরানের ওপর সব ধরনের অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা আবারও বহাল হলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা পরিষদে এই উদ্যোগ নেয়। তিন দেশের অভিযোগ, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে এবং পরমাণু অস্ত্র তৈরির পথে অগ্রসর হয়েছে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সব রাষ্ট্রকে জাতিসংঘ প্রস্তাবসমূহ সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস বলেছেন, আগে প্রত্যাহার করা জাতিসংঘ ও ইইউর সব নিষেধাজ্ঞা অনতিবিলম্বে পুনর্বহাল করা হবে।

এ পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কার্যক্রমে সব ধরনের লেনদেন নিষিদ্ধ হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ইরানের অস্ত্র বাণিজ্য ও সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমও চাপে পড়বে।

ইরান অবশ্য জাতিসংঘের এ পদক্ষেপকে অন্যায্য আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুলেধরা প্রস্তাবগুলো পুনর্বহাল করা আইনগতভাবে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরও বলেছে, বিশ্ব সম্প্রদায়কে এ ধরনের অবৈধ পরিস্থিতি স্বীকার করা উচিত নয়।

বিশ্লেষকদের মতে, এ নিষেধাজ্ঞা কার্যকরের ফলে ইরান আবারও আন্তর্জাতিক অঙ্গনে চাপের মুখে পড়বে। তবে দেশটি ইতোমধ্যেই জানিয়েছে, চাপের মুখেও তারা তাদের বৈধ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। এ পরিস্থিতিতে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ