সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার আশ্বাস ব্রিটেনের

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার আশ্বাস ব্রিটেনের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করছে সংস্থাটি। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইসি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সারাহ কুক বলেন, ব্রিটেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করতে ইসিকে সহায়তা করতে চায়। বিশেষ করে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ এবং সাধারণ ভোটারদের শিক্ষণ কার্যক্রমে সহযোগিতা দিতে আগ্রহী তাদের দেশ।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার অন্যতম প্রধান উপায়। এ প্রক্রিয়ায় ব্রিটেন সবসময় বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে। নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তার দেশের প্রত্যাশা রয়েছে।

অন্যদিকে, নির্বাচন কমিশনও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থান জানায়। সিইসি জানান, কমিশন পর্যায়ক্রমে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে এসব সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ