ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার,ঘড় ভষ্ম পুড়ে অঙ্গার শিশু

ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার,ঘড় ভষ্ম পুড়ে অঙ্গার শিশু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ঘরের ভেতর বিছানায় শিশুকে ঘুমিয়ে রেখে দরজা তালাবদ্ধ করে পরিবারের সবাই গেছেন ইসলামী ধর্মীয় ওয়াজ শুনতে। এদিকে বাড়ীতে আগুন লেগে ভষ্ম হয়ে গেছে ঘুমন্ত আইরিন। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নেভানো গেলেও আইরিনের পুড়ে যাওয়া মরদেহ মেলে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজার হাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে। ৫ বছরের আইরিন ওই গ্রামের আল আমিন শিউলি বেগম দম্পত্তির  মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, রাতে শিশুটিকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পাশের এলাকায় ধর্মীয় ওয়াজ মাহফিলে যান। এদিকে রাত ১১টার দিকে ওই বাড়িতে আগুন লেগে যায়। 
অল্প সময়ের মধ্যে ঘর ও ঘরের আসবাবপত্র  সব পুড়ে ছাই হয়ে যায়। শিশুটি ঘরের ভেতর ছিল কেউ জানতো না। 
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগার খবর পান তারা।  ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পোড়া বিছানায় শিশুটির অঙ্গার শরীর উদ্ধার করা হয়। পরে শিশুটির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, দরজা তালাবদ্ধ রাখে সবাই বাড়ির বাইরে ছিল। এ অবস্থায় আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে শিশুটি পুড়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত নিউজ