রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় প্রায় ৪১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দিচ্ছে জাপান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জাপান সরকার প্রায় ৪১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা (BDT) বা ৩.৪ মিলিয়ন মার্কিন ডলারের (USD) নতুন তহবিল প্রদান করছে। অর্থায়নটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর মাধ্যমে বাস্তবায়িত হবে। ঢাকায় জাপান দূতাবাস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুদানের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং প্রায় দুই হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে মাসিক খাদ্য ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ভাত, ডাল এবং তাজা শাকসবজিসহ ক্যাম্প স্টোরগুলোতে বিভিন্ন ধরনের খাবার কেনার জন্য ই-ভাউচার পাবে। এছাড়া, ক্যাম্পের ভেতরে ও বাইরে ছোট শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্য বিশেষ পুষ্টি সহায়তা প্রদান করা হবে, যা অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা নিশ্চিত করার জন্য জাপান বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের সংকট গভীরভাবে উদ্বেগের বিষয়।
বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি জাপানের উদারতা এবং অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অন্যান্য অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিস্থিতির আরও অবনতি রোধে সহায়তা করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে জাপান সরকার রোহিঙ্গাদের জন্য মোট ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের (USD) বেশি অনুদান প্রদান করেছে, যা বর্তমান বিনিময় হারে প্রায় ২৯২৭ কোটি ৬০ লাখ টাকা (BDT)।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।