যুক্তরাজ্যে আরও কঠোর হচ্ছে অভিবাসীদের স্থায়ী বসবাসের শর্ত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাজ্য সরকার অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের শর্ত কঠোর করার পরিকল্পনা ঘোষণা করেছে। দেশটিতে স্থায়ী হতে আগ্রহী অভিবাসীদের এখন থেকে একটি স্থায়ী চাকরি থাকতে হবে, সরকারি কোনো ভাতা গ্রহণ করতে পারবে না এবং স্থানীয় কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে হবে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনার কথা লেবার পার্টির বার্ষিক সম্মেলনে প্রকাশ করবেন।
বর্তমানে যাদের পরিবার যুক্তরাজ্যে বসবাস করছে এবং যারা পাঁচ বছর ধরে সেখানে অবস্থান করছেন, তারা ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ বা স্থায়ী বসবাসের জন্য যোগ্য। এছাড়া, যেসব অভিবাসী যেকোনো ধরনের ভিসায় ১০ বছর আইনত যুক্তরাজ্যে অবস্থান করেছেন, তারাও এই সুযোগ পেয়ে থাকেন। এই অনুমতি প্রাপ্তরা যুক্তরাজ্যে বসবাস, চাকরি ও পড়াশোনা করার পাশাপাশি সরকারি ভাতা গ্রহণ করতে পারেন এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের সামাজিক নিরাপত্তায় অবদান প্রদানের প্রমাণ দেখাতে হবে, অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে এবং সরকারি ভাতা না নেওয়ার শর্ত পূরণ করতে হবে। এছাড়া, আবেদনকারীদের তাদের সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এদিকে, কট্টর-ডানপন্থী রিফর্ম পার্টি অভিবাসীদের জন্য ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ বাতিল করে পাঁচ বছর পরপর নতুন ভিসার জন্য আবেদন বাধ্যতামূলক করার পরিকল্পনা দিয়েছে। দলটি বর্তমানে জাতীয় জরিপে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এটি ‘বর্ণবাদী’ নীতিমালা বলে অভিহিত করে সতর্ক করেছেন যে, এটি দেশকে বিভক্ত করে তুলবে।
সভার পাশাপাশি অর্থমন্ত্রী র্যাচেল রিভসও বক্তব্য রাখবেন। তিনি যুক্তরাজ্যের পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থানের নতুন পরিকল্পনার ওপর গুরুত্ব দেবেন। লেবার পার্টির সদস্যরা মনে করছেন, অভিবাসন নীতি কঠোর না হলে কর্মজীবী মানুষ সরকারী নীতিমালা থেকে বিরত থাকবে এবং বিরোধী নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রভাবে প্রভাবিত হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।