গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে নতুন ভর্তি ৭৩৫ রোগী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে এবং অপরজন বরিশাল বিভাগে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময় ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, রোববার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য ঘরের ভেতর ও বাইরে জমে থাকা পানি পরিষ্কার রাখা, নিয়মিত ফগিং কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করার ওপর জোর দিচ্ছেন তারা।
চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি নাগরিকদেরও সতর্ক থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।