ব্যাংককে সিকদার পরিবারের সাত কোম্পানির শেয়ার জব্দ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার, তাঁর ভাই রিক হক সিকদার ও বোন পারভীন হক সিকদারের নামে থাইল্যান্ডের ব্যাংককে থাকা সাতটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আদালতে এই আবেদন করেন।
অবরুদ্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, কই রেস্টুরেন্ট কোম্পানি লিমিটেড, সিকদার গ্রুপ লিমিটেড, সিকদার হোল্ডিং লিমিটেড, আর অ্যান্ড আর রেস্টুরেন্ট গ্রুপ লিমিটেড, জিরানা কোম্পানি লিমিটেড, জে আর আর্কিটেক্ট লিমিটেড এবং সিকদার অ্যান্ড গারিট ডেভেলপমেন্ট লিমিটেড। আদালতের নির্দেশনার ফলে উল্লিখিত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ও মালিকানা হস্তান্তর কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে এ বছরের ৩০ এপ্রিল সিকদার পরিবারের নামে থাকা ২০৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এর পাশাপাশি গত ৯ মার্চ তাঁদের ৪২টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ এবং ১১ মার্চ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এছাড়া গত বছরের ২৩ ডিসেম্বর পরিবারের কয়েকজন সদস্যের নামে থাকা ১৫টি ভবন ও ফ্লোর জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।
দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনোয়ারা সিকদার ও তাঁর সন্তানরা প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এ অর্থ বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে। দুদকের দাবি, প্রাথমিক অনুসন্ধানে মানি লন্ডারিংয়ের একাধিক প্রমাণ পাওয়া গেছে এবং এ সংক্রান্ত তদন্ত চলমান রয়েছে।
দুদক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের এসব আদেশ কার্যকর হলে বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধার এবং মামলার অগ্রগতি ত্বরান্বিত হবে। বিষয়টি নিয়ে চলমান তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাঁরা নিশ্চিত করেছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।