ঘরে বানান তিসির প্রাকৃতিক বোটক্স জেল, যা ত্বকে আনবে তারুণ্য
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঘরে বানানো তিসির প্রাকৃতিক বোটক্স জেল ত্বককে রাখে টানটান, আর্দ্র ও তারুণ্যদীপ্ত। ওমেগা-৩ সমৃদ্ধ ফ্ল্যাক্সসিড বলিরেখা হালকা করে, ব্রণ কমায় এবং উজ্জ্বলতা আনে। কেমিক্যাল ছাড়াই সপ্তাহে কয়েকবার ব্যবহার করে ঘরেই পান নিরাপদ সৌন্দর্যচর্চার সমাধান।
ত্বকের তারুণ্য ধরে রাখতে ব্যয়বহুল বোটক্স ইনজেকশনের পরিবর্তে এখন অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক বিকল্পের দিকে। বিশেষজ্ঞদের মতে, ফ্ল্যাক্সসিড বা তিসি ত্বকের যত্নে এক ধরনের ‘প্রাকৃতিক বোটক্স’। তিসিতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রদাহনাশক উপাদান ত্বককে আর্দ্র রাখে, বলিরেখা হালকা করে এবং ব্রণ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
ঘরে তৈরি এই প্রাকৃতিক জেল তৈরি করাও বেশ সহজ। দুই কাপ পানিতে দুই চা চামচ তিসি নিয়ে ১৫ মিনিট জ্বাল দিতে হয়। এরপর মিশ্রণটি ছেঁকে মসৃণ জেল তৈরি করতে হয়। ঠান্ডা হলে জেল মুখ ও গলায় লাগানো যায়। ১৫ থেকে ২০ মিনিট রাখার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বকে টান টান ভাব আসে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।
ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহে দুই থেকে তিনবার তিসি দিয়ে তৈরি এই জেল ব্যবহার করলে ত্বকের তারুণ্য বজায় থাকে। এছাড়া ফ্রিজে সংরক্ষণ করলে এক সপ্তাহ পর্যন্ত এই জেল ব্যবহার করা সম্ভব। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এতে কোনো ধরনের কেমিক্যাল বা ইনজেকশনের ঝুঁকি নেই।
সৌন্দর্য সচেতনরা বলছেন, তিসি দিয়ে বানানো এই জেল সাশ্রয়ী, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে ত্বকের জন্য উপকারী। তাই ব্যয়বহুল বোটক্সের পরিবর্তে ঘরে বসেই অনেকেই এখন প্রাকৃতিক এ বিকল্প ব্যবহার করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।