আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইংলিশ তারকা ক্রিস ওকস

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জানান, দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানার এটাই সঠিক সময় বলে তিনি বিশ্বাস করেন। তিনি লিখেছেন, “শৈশব থেকেই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন পূরণ হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করি।”
২০১১ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর ওকস ইংল্যান্ডের হয়ে মোট ২১৭টি ম্যাচ খেলেছেন।
দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে তিনি বোলিংয়ে সংগ্রহ করেছেন ৩৯৬ উইকেট এবং ব্যাট হাতে করেছেন ৩ হাজার ৭০৫ রান। দক্ষতা ও ধারাবাহিকতার কারণে তাঁকে দলে অপরিহার্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো।
তিনি ছিলেন ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য, যেখানে ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে।
এছাড়াও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে শিরোপা জিততে সহায়তা করেছিলেন।
শেষবার ক্রিস ওকসকে দেখা যায় ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সিরিজে। কাঁধে মারাত্মক চোট নিয়েও তিনি শেষ দিনে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। এক হাতে খেলতে নামার সেই সংগ্রামী দৃশ্য ক্রিকেট বিশ্বে গভীরভাবে প্রশংসিত হয়েছিল।
ওকসের অবসরের মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেট এক বহুমুখী অলরাউন্ডারকে হারালো, যিনি শুধু ব্যাট-বলেই নয়, দলীয় চেতনা ও লড়াইয়ের মানসিকতা দিয়েও ছিলেন উদাহরণ। তাঁর বিদায়ে ইংল্যান্ড দলে তৈরি হলো এক শূন্যতা, যা সহজে পূরণ হবে না। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।