স্টারলিংকের সর্বোচ্চ রিজিওনাল হাব হচ্ছে গাজিপুরে!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
স্টারলিংক গাজীপুরের কালিয়াকৈরে তাদের সর্বোচ্চ রিজিওনাল হাব নির্মাণ করছে। ৮০ অ্যান্টেনাসহ আধুনিক গ্রাউন্ড স্টেশন বাংলাদেশকে আঞ্চলিক টেলিযোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। Bandwidth Leasing, IPLC কানেকশন ও স্যাটেলাইটভিত্তিক অবকাঠামোতে নতুন মাইলফলক তৈরি হবে, যা তথ্য নিরাপত্তা ও ইন্টারনেট সেবার মান উন্নত করবে।
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশে স্টারলিংকের সবচেয়ে বড় রিজিওনাল হাব নির্মাণকাজ শুরু হয়েছে। ৮০টি অ্যান্টেনাসহ একটি অত্যাধুনিক গ্রাউন্ড স্টেশন ইতিমধ্যেই নির্মাণাধীন রয়েছে। উদ্যোগটির শুরুতেই ইবনে সিনা, ইস্টার্ন ব্যাংকসহ মোট ২২টি আর্থিক ও শিল্প প্রতিষ্ঠান ইতিবাচক সাড়া দিয়েছে, যা এই প্রকল্প বাস্তবায়নে গতি আনছে।
স্টারলিংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ তথ্য নিরাপত্তার দিক থেকে প্রতিবেশী নেপাল, ভুটান, ভারত ও মিয়ানমারের তুলনায় অগ্রগামী অবস্থানে পৌঁছাবে। পাশাপাশি ভবিষ্যতে এসব দেশে সেবা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক রিজিওনাল হাব হিসেবে প্রতিষ্ঠার সম্ভাবনাও উজ্জ্বল হবে।
দেশের ইন্টারনেট অবকাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে Bandwidth Leasing, IPLC কানেকশন এবং হোস্টিং ইনফ্রাস্ট্রাকচারের মান আরও উন্নত হবে। ফাইবার অপটিক ব্রেকডাউন কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের সময়ও বাংলাদেশ আঞ্চলিক দেশগুলোর তুলনায় বেশি নিরাপদ থাকবে।
শুধু অবকাঠামো নয়, এই হাবের মাধ্যমে স্যাটেলাইট-ভিত্তিক কমিউনিকেশন মেইনটেন্যান্স ও দক্ষ জনবল তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে। ফলে দেশের প্রযুক্তি খাতে টেক জায়ান্ট ও নতুন প্রযুক্তি উদ্যোক্তাদের জন্যও অনুকূল পরিবেশ তৈরি হবে।
স্টারলিংকের এই বিনিয়োগ কেবল ইন্টারনেট সেবার গুণগত মান বাড়াবেই না, বরং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।