মসজিদকে ‘জঙ্গি’ বললেন বিএনপি নেতা!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপি নেতার বিতর্কিত বক্তব্যে মসজিদকে ‘জঙ্গি’ আখ্যা দেওয়ায় ব্যাপক সমালোচনা ছড়িয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও মুসল্লিদের নিয়ে কটূক্তি করে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ, চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় চৌরঙ্গী হাই স্কুল মাঠে। আসর ও মাগরিবের নামাজের সময় সভা বন্ধ থাকলেও ইশার আজানের সময় সভা চলতে থাকে। এসময় স্কুল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে বললে তারা ক্ষুব্ধ হন। পরে রাত ৮টা ১০ মিনিটে আজান দেওয়া হয়, যা নিয়ে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে যুবক খালিদ হাসান ফেসবুকে প্রতিবাদ জানালে, তার পোস্টে রেজুয়ানুল হক মানিক মন্তব্য করেন “জঙ্গি সংগঠনের মসজিদ হারামাইন। তাদের মনগড়া আইন। এই সংগঠনই একসময় ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল।”
মানিকের এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন বলেন, “মসজিদের সালাত যথাসময়েই আদায় হয়। মসজিদ ও মুসল্লিদের নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।”
খালিদ হাসান বলেন, “আজান দেরিতে দেওয়ার বিষয়েই আমি পোস্ট করেছিলাম। কিন্তু মানিক যেভাবে মসজিদকে জঙ্গি আখ্যা দিয়েছে, তা ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে আঘাত করেছে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ ঘটনায় সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী হাসান এলাকাবাসীকে শান্ত করেন এবং আগামীকাল বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।