পাঁচ দিন ধরে চলাচল বন্ধ রাজশাহী-চাঁপাই-নাটোর আন্তঃজেলা বাস

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে টানা পাঁচ দিন ধরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার পঞ্চম দিনেও এই ধর্মঘট অব্যাহত থাকায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। মালিকপক্ষ সোমবার দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও শ্রমিকেরা কাজে ফেরেননি। এতে রাজশাহীসহ তিন জেলা থেকে ঢাকাসহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের সামনে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। তাঁদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। মঙ্গলবারও বেলা পৌনে ১১টার দিকে একই স্থানে তারা বেতন বৃদ্ধিসহ সাত দফা দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। এ দাবিগুলোর মধ্যে চালক, সুপারভাইজার ও হেলপারের বেতন নির্ধারণ, খোরাকি, মোবাইল বিল ও হোটেল বিল প্রদান, ঈদ বোনাস, রিজার্ভ বাসের ভাতা বৃদ্ধি এবং গাড়ি নষ্ট হলে ফুল বেতন প্রদানের বিষয় অন্তর্ভুক্ত।
দেশ ট্রাভেলসের চালক জিয়াউর রহমান জানান, দুপুরে নওদাপাড়া বাস টার্মিনালে শ্রমিকদের সঙ্গে সভা হবে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি পুনর্ব্যক্ত করবেন। মালিকপক্ষ পূর্বে ৭ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির আশ্বাসে বাস চলাচল শুরু করলেও বাস্তবায়ন না হওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সঙ্গে মালিক ও শ্রমিক নেতাদের সভায় নতুন চুক্তি অনুযায়ী চালক, সুপারভাইজার ও হেলপারের বেতন বাড়ানো হয়েছে। তবে শ্রমিকরা এখনও এই সিদ্ধান্ত মেনে নেয়নি। ফলে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে তারা প্রাইভেট কার বা স্থানীয় বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রা করতে বাধ্য হচ্ছেন।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু শ্রমিকেরা কাজে ফেরেননি। মালিকপক্ষ নতুন করে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।