ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৯

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
উত্তর-মধ্য ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ ঝড় ও বন্যার কারণে আরও ১৩ জন নিখোঁজ এবং ৮৮ জন আহত হয়েছেন। কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, হা তিন ও এনঘে আন অঞ্চলে ভারী বৃষ্টি, তীব্র বাতাস এবং বন্যার কারণে বিস্তীর্ণ ক্ষতি হয়েছে। এক লাখ পাঁচ হাজারেরও বেশি বাড়ি ছাদবিহীন বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া, ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুয়ালোইয়ের কারণে দা নাং, ফু বাই, ডং হোই ও থো জুয়ান বিমানবন্দরে ৪২টি ফ্লাইট বাতিল এবং ৫১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসেছে।
উল্লেখযোগ্য, বুয়ালোই পূর্ব সাগরে বর্তমান সময়ে সবচেয়ে দ্রুতগতির টাইফুন হিসেবে ধরা হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনেরও বেশি সময় ধরে ঝড়টি প্রায় এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) অতিক্রম করে ভিয়েতনামের উত্তর ও মধ্য অঞ্চলের মূল ভূখণ্ডে আঘাত হানেছে। এর আগে প্রতিবেশী দেশ ফিলিপাইনে এই ঝড়ের প্রভাবে ২৬ জন নিহত হন।
ভিয়েতনাম সংবাদমাধ্যম এবং কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, টাইফুনের প্রভাবে ব্যাপক জনজীবন বিপর্যস্ত হয়েছে। সরকারি ও স্থানীয় ত্রাণ সংস্থাগুলো কার্যক্রম শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে। জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।