'জাতীয় লীগ' ও 'এনসিপি'-কে নিবন্ধন দিল নির্বাচন কমিশন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দেশে নতুন করে দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে। অভ্যুত্থানের পর তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং নবগঠিত বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য সরেজমিনে পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাই শেষে দুটি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
ইসি সূত্র জানায়, নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে দলগুলো রাজনৈতিক কার্যক্রমে সাংবিধানিক স্বীকৃতি লাভ করবে। কমিশনের সিদ্ধান্তের পর এখন নতুন দুটি দলের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।