ইউটিউবের নতুন ফিচারে যৌথ কনটেন্ট তৈরির দারুণ সুযোগ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইউটিউব তাদের প্ল্যাটফর্মে নতুন একটি ফিচার ‘কোলাবরেশন’ চালু করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের কাজের ধারা আরও সহজ ও সমৃদ্ধ করবে। কোলাবরেশন ফিচারের মাধ্যমে একাধিক ইউটিউবার এখন একটি ভিডিওতে যৌথভাবে কাজ করতে পারবেন এবং প্রকাশনার পর সেটি উভয় চ্যানেলেই প্রদর্শিত হবে। ফলে দর্শকরা একইসঙ্গে দুটি বা তিনটি চ্যানেলের কনটেন্ট উপভোগ করতে পারবেন এবং ক্রিয়েটররা তাদের অনুসারীর পরিধি বাড়াতে সক্ষম হবেন।
ইউটিউব জানিয়েছে, এই ফিচার চালুর মাধ্যমে নতুন ও অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রের কনটেন্ট তৈরি করেন, তারা কোলাবরেশনের মাধ্যমে নতুন দর্শকগোষ্ঠী আকর্ষণ করতে পারবেন। বিশেষত সংগীত, শিক্ষা, গবেষণা কিংবা বিনোদনমূলক কনটেন্ট নির্মাণে এ সুবিধা জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোতে যৌথ কনটেন্ট নির্মাণ জনপ্রিয় হয়ে উঠেছিল। ইউটিউব সেই সুযোগকে আরও প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তুলতে চাচ্ছে। এর ফলে তরুণ নির্মাতারা সহজে অন্যদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, যা ইউটিউবের বাজার অবস্থানকেও আরও শক্তিশালী করবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোলাবরেশন ফিচার ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি অঞ্চলে এ ফিচার চালু করা হলেও শিগগিরই বিশ্বব্যাপী তা সম্প্রসারিত হবে। ইউটিউবের আশা, এই উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন মাত্রা তৈরি করবে এবং দর্শকদের জন্যও আরও বৈচিত্র্যময় অভিজ্ঞতা এনে দেবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।