অভিনব কায়দায় তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা

অভিনব কায়দায় তরুণী সেজে ছাত্রলীগ নেতার ‘অসামাজিক’ কাজ, অবশেষে ধরা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ছদ্দনামে অভিনব কায়দায় সুন্দরী তরুণী সেজে প্রতারণা করে অবশেষে হাতে নাতে ধরা ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান(২৮) সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণ করেন নারীর ছদ্মবেশ। ছাত্রলীগ করলেও সুন্দরী তরুণী সেজে ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এমনকি সাধারণ মানুষকে দেখাতেন মামলার ভয়। করেছেন গ্রেফতার-বাণিজ্যও। এসব অপরাধে এর আগে জেলও খেটেছেন। তবু ছাড়তে পারেননি এমন অভিনব প্রতারণার পেশা। অবশেষে অপারেশন ডেভিল হান্টে ধরা খেলেন এই ছাত্রলীগ নেতা।

শুক্রবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে। 

গ্রেফতারকৃত জোবাইরুল হক   উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ফেসবুক প্রোফাইলে তরুণী কিংবা নারীদের ছবি লাগিয়ে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করতেন জিয়ান। এছাড়া জামিন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, অতীতে একই ধরনের অপরাধে কয়েকবার কারাগারে গেছেন জিয়ান। জামিনে বেরিয়ে তিনি পুনরায় প্রতারণার কাজে লিপ্ত হন। তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতেন। তার গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার লোকজন।

২০২০ সালে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জিয়ান স্বীকার করেছিলেন, তিনি একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করেছেন। এছাড়া ভুয়া মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসিয়ে টাকা আদায় করতেন।


সম্পর্কিত নিউজ