যত বাধাই আসুক নির্বাচন ফেব্রুয়ারীতেই হবে- অ্যাটর্নি জেনারেল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই নির্বাচন পরিচালিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, "নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক, তা প্রতিহত করে জনগণ ভোটের মাঠে যাবে এটাই আমাদের সামাজিক চুক্তি।"
আজ বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, "সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন ‘জুলাই বিপ্লব’-এর শহীদরা জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে। ছাত্র-জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে।"
তিনি আরও বলেন, এই পরিবর্তিত বাস্তবতাই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি। জনগণই এখন নির্ধারণ করেছে আগামীতে নির্বাচন কীভাবে হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।