সমুদ্রে ঝড়-আতঙ্কে যে বার্তা দিলেন শহিদুল আলম
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সমুদ্রে ঝড়-আতঙ্কে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে বার্তা দিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গাজার উদ্দেশ্যে যাত্রা করা এই নৌবহরে আক্রমণ শঙ্কা, সিগনাল বিচ্ছিন্নতা ও ইসরাইলি হুমকির কথা তুলে ধরেন তিনি। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববাসীর সমর্থন আহ্বান জানান শহিদুল আলম।
গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি নৌবহরের বর্তমান অবস্থা ও আশঙ্কাজনক পরিস্থিতির কথা তুলে ধরেন।
শহিদুল আলম জানান, তারা বর্তমানে সমুদ্রে অবস্থান করছেন। এসময় খবর আসে, বহরের অগ্রবর্তী জাহাজ আলমা-র ওপর হামলা চালানো হয়েছে এবং পরে সেখান থেকে আর কোনো সিগনাল পাওয়া যায়নি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমরা সবাই একত্রিত হয়েছি এবং রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আলমা ছিল সবার আগে, আমাদের জাহাজ বহরের সবচেয়ে বড় এবং পেছনের দিকে রয়েছে। আলমার ওপর যা হয়েছে, তা আমাদের সঙ্গেও ঘটতে পারে বলে অনুমান করা যায়।”
প্রথম ভিডিও বার্তার দুই ঘণ্টা পর আরেক বার্তায় শহিদুল আলম জানান, সন্ধ্যার পর সমুদ্র উত্তপ্ত হয়ে ওঠে এবং বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় নৌবহর যত দ্রুত সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “ইসরাইল বিভিন্ন জাহাজে আক্রমণ চালিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা সবাই ঝড়ের মধ্যেও একত্রিত থেকে সহমর্মিতা জানাচ্ছি।”
তিনি আরও আহ্বান জানান, বিশ্ববাসী যেন ফ্লোটিলার প্রতি সমর্থন জানায় এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়। শহিদুল আলম বলেন, “আপনারা আমাদের সঙ্গে আছেন এই বার্তাটি আমরা পৌঁছে দেব।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।