ইথিওপিয়ায় গির্জায় মঞ্চ ধসে ৩৬ তীর্থযাত্রী নিহত

ইথিওপিয়ায় গির্জায় মঞ্চ ধসে ৩৬ তীর্থযাত্রী নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইথিওপিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এ ঘটনা ঘটে। মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসব চলাকালীন কাঠের তৈরি একটি অস্থায়ী নির্মাণকাঠামো হঠাৎ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে হাজারো তীর্থযাত্রী ভিড় করেছিলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে কাঠামোটি ধসে পড়ে। তীর্থযাত্রীদের ওপর পড়ে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অসংখ্য আহত হন। জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু সরকারি সংবাদমাধ্যম ফানাকে জানান, মৃতের সংখ্যা ইতোমধ্যেই ৩৬ জনে পৌঁছেছে এবং আশঙ্কা করা হচ্ছে সংখ্যা আরও বাড়তে পারে।

অপরদিকে কতজন আহত হয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা ২০০ জন পর্যন্ত হতে পারে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানী আদ্দিস আবাবার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি)-কে জানান, এখনো কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। তবে উদ্ধার কার্যক্রমের বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্তকরণ ও আহতদের চিকিৎসা সহায়তায় কাজ করছে। ধর্মীয় উৎসবকে ঘিরে হওয়া এই দুর্ঘটনা ইথিওপিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাণহানির ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ