দুই নাগরিক আটকে ইসরায়েলি কূটনীতিক বহিষ্কার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় দুই কলম্বিয়ান নাগরিক আটক হওয়ার পর, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছেন। এ ঘটনায় কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করছে এবং আন্তর্জাতিক আদালতে মামলা করবে।
ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পরপরই তিনি এই সিদ্ধান্ত নেন। আটক হওয়া ব্যক্তিরা মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতো নামে দুই নারী, যারা ফ্লোটিলার ক্রু ছিলেন।
গ্লোবাল মুভমেন্ট টু গাজার পক্ষ থেকে জানানো হয়, গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে ইসরায়েলি সেনারা জাহাজ অবরোধ করে। এ সময় বেআইনিভাবে দুই কলম্বিয়ান নাগরিককে আটক করা হয়। সংগঠনটি ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
ঘটনার পর প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যদি তথ্য সত্যি হয় তবে এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে। তিনি ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হচ্ছে এবং ইসরায়েলি কূটনীতিকদের দ্রুত কলম্বিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেই কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এবার প্রেসিডেন্ট পেত্রো আরও একধাপ এগিয়ে অবশিষ্ট কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দিলেন। একইসঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে আন্তর্জাতিক আদালতও অন্তর্ভুক্ত থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।