ইসরাইলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলার প্রতিনিধি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী আটক করেছে বলে জানিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তান। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন মুশতাক আহমেদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) আয়োজকরা জানান, ইসরাইলি নৌবাহিনী গাজাগামী বিদেশি কর্মী ও ত্রাণবাহী মোট ২১টি নৌকা থামিয়ে দিয়েছে। তবে বহরের আরও প্রায় ২০টি নৌকা যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে।
এদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি ইসরাইলি বাহিনী জব্দ করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। লাইভ ট্র্যাকিং অনুযায়ী ‘মিকেনো’ নামের একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। পাশাপাশি আরও ২৩টি জাহাজ অদূর ভবিষ্যতে গাজার দিকে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ইসরাইলি নৌবাহিনী এসব জাহাজ আটকের চেষ্টা করছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আয়োজক সূত্র জানায়, বুধবার (১ অক্টোবর) গভীর রাতে নৌবহরটি ইসরাইলি বাধার মুখে পড়ে। ইসরাইলি নৌসেনারা বেশ কয়েকটি নৌকায় প্রবেশ করে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয় এবং মানবাধিকার কর্মীদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালায়। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। পরে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের একটি নৌ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, রাজনৈতিক প্রতিনিধি ও সমাজকর্মীদের অংশগ্রহণে গঠিত। এর লক্ষ্য হচ্ছে দীর্ঘদিন অবরুদ্ধ গাজার জনগণের কাছে সরাসরি মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া। তবে ইসরাইল এই নৌবহরকে ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে চিহ্নিত করে আটকের পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।